Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Today 10-09-2024 AD. A surveillance operation was conducted in various areas of Nalchiti Upazila of Jhalkathi district on date.
Details

**** *বিএসটিআই বরিশাল * **** 

            সার্ভিল্যান্স অভিযান

  (পণ্যের মান নিয়ন্ত্রণ  এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত) 

অদ্য ১০-০৯-২০২৪ খ্রি. তারিখে  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায়  একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স  অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ 

০১।   মেসার্স সুগন্ধা ফিড মিলস লিমিটেড, দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত পোল্ট্রি ফিড পণ্যের সিএম লাইসেন্সের বকেয়া বিল পরিশোধের তাগিদ দেওয়া হয় । 

০২। মেসার্স রহমানিয়া অটো মুড়ির মিল, দক্ষিণ তিমিরকাঠি, নলছিটি, ঝালকাঠি প্রতিষ্ঠানটির উৎপাদিত মুড়ি পণ্যের অনুকূলে সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ নিতে বলা হয়। 

০৩। নিউ ভাই ভাই অটো মুড়ির মিল, তিমিরকাঠি, নলছিটি, ঝালকাঠি প্রতিষ্ঠানটির উৎপাদিত মুড়ি পণ্যের অনুকূলে  সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

০৪।  মেসার্স তুর্য্য ফিলিং স্টেশন, দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি ডিস্পেন্সিং ইউনিটের পরিমাপে ত্রুটি পাওয়া যাওয়ায় আবেদনপূর্বক পুনরায় যাচাই করে চালু করার পরামর্শ প্রদান করা হয়। 

উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব মো: কামরুজ্জামান, সহকারী পরিচালক ( মেট্রোলজি) ও অফিস প্রধান (অ.দা.), জনাব জিয়াউল হক, সহকারী পরিচালক ( সিএম), জনাব মো: আক্তারুজ্জামান জনি,  ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব  দাঈয়ান এসহাক শরীফ , পরিদর্শক ( মেট্রোলজি)  দায়িত্ব পালন করেন। 

জনস্বার্থে বিএসটিআই  বরিশালের  এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

Attachments
Publish Date
10/09/2024
Archieve Date
30/09/2024