প্রেস বিজ্ঞপ্তিঃ অদ্য ৩০/০৫/২০২১ তারিখ সহকারী পরিচালক জনাব মোঃমিজানুর রহমান (মেট)ও জনাব মোঃ মহসীন রব্বানী(মেট) পরিদর্শক, বরিশাল বিএসটিআই বিভাগীয় অফিস,সমিন্বত স্কোয়াড টিম বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে স্কোয়াড পরিচালনা করে।উক্ত টিম নিম্নলিখিত প্রতিষ্ঠান পরিদর্শন করে--- ১।মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশন। ২।মেসার্স ইসরাইল তালুকদার ফিলিং স্টেশন। ৩।মেসার্স শাওন ফিলিং স্টেশন। ৪। মেসার্স লিলি ফিলিং স্টেশন।৫।মেসার্স হাজী ফিলিং স্টেশন।৬।মেসার্স রূপাতলী ফিলিং স্টেশন। ৭।মেসার্স বিক্রমপুর মিস্টান্ন ভান্ডার রূপাতলী বরিশাল। পেট্রোল পাম্প গুলোর ডিসেপেন্সিং ইউনিট গুলো পরীক্ষা করে সঠিক পাওয়া যায়। জনস্বার্থে বিএসটিআই, বরিশাল এর এই অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস