শিরোনাম
বিএসটিআই,বরিশাল এর মোবাইল কোর্ট ১৬/৯/২১
বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ১৬.০৯.২০২১ খ্রি. তারিখে উপজেলা ভূমি অফিস, কলাপাড়া, পটুয়াখালী ও বিএসটিআই, বরিশাল এর যৌথ উদ্যোগে কলাপাড়া উপজেলার সদর রোড এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব জনাব জগৎবন্ধু মন্ডল এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য কেক, পাউরুটি ও বিস্কুট পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১) ও ৩০ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ও ৩০ ধারায় মেসার্স বিসমিল্লাহ বেকারিকে ৩০,০০০ টাকা জরিমানা করে। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই বিভাগীয় অফিস, বরিশালের পক্ষে অংশগ্রহণ করেন প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই,বরিশাল এর এই অভিযান অব্যাহত থাকবে ।