বিস্তারিত
★ বিএসটিআই , বরিশাল ★
-------------------------------
# সার্ভিলেন্স অভিযান #
---------------------------
অদ্য ২১/০৯/২০২১খ্রিঃ তারিখ বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল এর উদ্যোগে বরিশাল জেলার নথুল্লাবাদে মিন্টু ফল ষ্টোর, শাহপরান ফল ষ্টোর, মাহফুজের ফলের দোকান, টিটুর ফলের দোকান এ ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়,পরীক্ষায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া
বরগুনা জেলার বেতাগী উপজেলায় আরও একটি সার্ভিলেন্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিলেন্স অভিযানে
১। মেসার্স সোনালী স্টোর
২। দাস স্টোর
৩। মাতৃ ট্রেডার্স
৪। মেসার্স রতন হার্ডওয়্যার
৫। মা তারা গিণি হাউজ
৬। একে জুয়েলার্স সহ অন্য
প্রতিষ্ঠানসমূহের ওজন যন্ত্রের সঠিকটা যাচাই করা হয় এবং কিছু প্রতিষ্ঠানের ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে ভেরিফিকেশন সনদ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। উক্ত অভিযান দুটিতে বিএসটিআই এর কর্মকর্তা জনাব মোঃশাহ আলম,সহকারী পরিচালক(রসায়ন)।জনাব মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক (মেট্রোলজি)।জনাব নিখিল রায়,ফিল্ড অফিসার(সিএম) এবং জনাব আলী হাসান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই, বরিশাল এর এই অভিযান অব্যাহত থাকবে।