Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল কর্তক পরিচালিত মোবাইল কোর্ট ও বৃক্ষরোপন কর্মসূচি পালন উপলক্ষ্যে প্রেস বিজ্ঞপ্তি
বিস্তারিত

অদ্য ১০/০৬/২০২১ জেলা প্রশাসন, ঝালকাঠি  ও বিএসটিআই বিভাগীয় অফিস,  বরিশাল এর যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাছবীর হোসেন এর নেতৃত্বে  ঝালকাঠি  জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে মেসার্স শক্তি ঔষধালয়, কালীবাড়ি রোড, ঝালকাঠি কে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স সাধনা ঔষধালয়, সাধনার মোড়, ঝালকাঠিকে ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪১ ধারায় ২,৫০০ টাকা ও মেসার্স সোনালী জুয়েলার্স, পোস্ট অফিস রোড, ঝালকাঠিকে ওজন পরিমাপ ও মানদণ্ড আইনের ২৮ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৫ ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই  বিভাগীয় অফিস, বরিশাল এর পক্ষে অংশগ্রহণ করেন প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং  জনাব মোঃ মহসীন রব্বানী, পরিদর্শক (মেট্রোলজি)।   জনস্বার্থে বিএসটিআই, বরিশাল এর এই অভিযান অব্যাহত থাকবে।

           এছাড়া বর্তমান বর্ষা বাদলকালীন সময়ে  বিএসটিআই বিভাগীয় অফিস,  বরিশাল এর উদ্যোগে অব্যবহ্নত অফিস ক্যাম্পাসে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন কর্মসুচীর উদ্ভোধন করেন উপ-পরিচালক ও অফিস প্রধান  প্রকৌ: মো: শফিউল্লাহ্ খান । দেড় একর যায়গায় ১০০টি ফলজ গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/06/2021
আর্কাইভ তারিখ
31/05/2022