**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ১৮-০৪-২০২৪ খ্রি. তারিখে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। মেসার্স মোল্লা ব্রিকস, কর্ণকাঠী, বাহেরচর, সদর বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম সনদ না থাকায় দ্রুত সিএম সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০২। মেসার্স সোহাগ ব্রিকস, কর্ণকাঠী, সদর বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম সনদ যাচাই করে দেখা যায় ৩০-০৬-২০২৪ খ্রি. তারিখে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বেই নবায়নের আবেদন করার বাধ্যবাধকতা থাকায় দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিকে সিএম সনদ নবায়নের আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
০৩। মেসার্স থ্রি স্টার ব্রিকস, দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি প্রতিষ্ঠানটির উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম সনদ যাচাই করে দেখা যায় ৩০-০৬-২০২৪ খ্রি. তারিখে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বেই নবায়নের আবেদন করার বাধ্যবাধকতা থাকায় দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিকে সিএম সনদ নবায়নের আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
০৪। মেসার্স নিপা ব্রিকস, রানীরহাট, চরামদ্দি, বাকেরগঞ্জ, বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম সনদ না থাকায় দ্রুত সিএম সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০৫। মেসার্স এম কে বি ব্রিকস, চরকলণজি, চরকাউয়া, সদর বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ক্লে- ব্রিকস পণ্যের অনুকূলে ইস্যুকৃত সিএম লাইসেন্স যাচাই করে সঠিক পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০৬। মেসার্স ফাইভ স্টার ব্রিকস, কর্ণকাঠি, সদর, বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম সনদ না থাকায় দ্রুত সিএম সনদ গ্রহণের পরামর্শ এবং প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব মো: জাকির হোসেন মিয়া, উপপরিচালক ও অফিস প্রধান এর নেতৃত্বে জনাব জিয়াউল হক, সহকারী পরিচালক ( সিএম), জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম), জনাব মোঃ মাকসুদুর রহমান, পরিদর্শক (মেট)দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস