**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ১৬-০৪-২০২৪ খ্রি. তারিখে বরিশাল জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। আদি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, এয়ারপোর্ট রোড, বাবুগঞ্জ, বরিশাল প্রতিষ্ঠানটির দধি পণ্যের মোড়কজাতকারন সনদ সংরক্ষণ ও ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয় ।
০২। রাকুদিয়া বানিজ্যালয়, কাশিপুর বাজার, বরিশাল প্রতিষ্ঠানটিকে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয় ।
০৩। আল মদিনা খাদ্য ভান্ডার, কাশিপুর বাজার, বরিশাল প্রতিষ্ঠানটিকে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয় ।
০৪। বিসমিল্লাহ সুইটস এন্ড রেস্টুরেন্ট, কাশিপুর, বরিশাল এর দধি পণ্যের মোড়কজাতকারন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয় ।
০৫। মেসার্স এম এস পেস্ট্রি শপ, নতুনবাজার, বরিশাল এর পেস্ট্রি শপ পণ্যের মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ দেওয়া হয়।
০৬।মেসার্স 3s star পেস্ট্রি শপ, নতুনবাজার, বরিশাল এর পেস্ট্রি শপ পণ্যের মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক ( মেট), জনাব অমলেন্দু বাড়ৈ, সহকারী পরিচালক (রসায়ন ), জনাব মোঃ মাকসুদুর রহমান, পরিদর্শক (মেট)দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস