বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল
মোবাইল কোর্ট
(পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
মামলার সংখ্যা =০১
জরিমানার পরিমাণ=৫,০০০/-
অদ্য ১৬-০৪-২০২৪ খ্রি. তারিখে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:
০১। এম খান ফিলিং স্টেশন, আউলিয়াপুর, বাকেরগঞ্জ, বরিশাল প্রতিষ্ঠানটি অকটেন, পেট্রোল, ডিজেলের তিনটি ইউনিটে পরিমাপে কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ অনুযায়ী ৫,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।
০২। মেসার্স মিশু ফিলিং স্টেশন, বাকেরগঞ্জ, বরিশাল প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল, ডিজেলের তিনটি ইউনিটের পরিমাপ যাচাইয়ে সঠিক পাওয়া যায়। প্রতিষ্ঠানটি হতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদেশে গুণগতমান পরীক্ষণের নিমিত্তে অকটেন, পেট্রোল, ডিজেলের তিনটি নমুনা সংগ্রহ করা হয়।
জনাব কে. এম. ইশমাম, সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই বিভাগীয় অফিস বরিশালের কর্মকর্তা জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস