Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণ )
বিস্তারিত
অদ্য ০১/০১/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল জেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে ১. মেসার্স শাওন ফিলিং স্টেশন, রূপাতলী, সদর, বরিশাল  এর ২টি পেট্রোল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে ১০লি. এ যথাক্রমে ৫০মি.লি.ও ৬০ মিলি কম পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারায় ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। ২. মেসার্স শেখ ফিলিং স্টেশন,চরকাউয়া,সদর,বরিশাল এর ডিসপেন্সিং ইউনিট গুলো পরিমাপ করে সঠিক পাওয়া যায়।ভেরিফিকেশন সাটিফিকেট না দেখাতে পারায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮এর ৩২/৪৮ধারায় ৫০০০/- (পাচ হাজার )টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব রয়া ত্রিপুরা  , সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল  এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, বরিশাল অফিসের কর্মকর্তা জনাব ইকবাল হোসেন,ফিল্ড অফিসার(সিএম) ও জনাব মোঃমহসীন রব্বানী, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই এর অভিযান অব্যাহত থাকবে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/01/2023
আর্কাইভ তারিখ
01/01/2023