Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোবাইল কোর্ট (পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত), বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল।
বিস্তারিত

বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল 

                মোবাইল কোর্ট

(পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত) 

মামলার সংখ্যা =০৪

 জরিমানার পরিমাণ=১০,০০০/-


অদ্য ২১-০৪-২০২৪ খ্রি. তারিখে  পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:


০১। মধূমতি মিষ্টান্ন ভাণ্ডার,  সিও অফিস মোড়, সদর পিরোজপুর প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টড মিল্ক ( মিষ্টি দই) পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ অনুযায়ী ২,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়। 


০২। ডায়মন্ড সুইটস কনফেকশনারি এন্ড বেকারি, শহীদ ওমর ফারুক সড়ক,  সদর পিরোজপুর প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টড মিল্ক ( মিষ্টি দই) পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ অনুযায়ী ৪,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।


০৩। ক্যারি ফ্যামিলি, শহীদ ওমর ফারুক সড়ক, সদর পিরোজপুর প্রতিষ্ঠানটির উৎপাদিত ব্রেড ও কেক ( প্লেইন) পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ অনুযায়ী ২,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।


 ০৪। নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরি,  শহীদ ওমর ফারুক সড়ক,  সদর পিরোজপুর প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টড মিল্ক ( মিষ্টি দই) পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ অনুযায়ী ২,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।


জনাব ফাহমিদা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়,  পিরোজপুর  মোবাইল কোর্টে নেতৃত্বে প্রদান করেন। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই বিভাগীয় অফিস বরিশালের কর্মকর্তা জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব মো: মাকসুদুর রহমান, পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/04/2024
আর্কাইভ তারিখ
22/06/2024