**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ২৩-০৪-২০২৪ খ্রি. তারিখে বরিশাল মহানগরী ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। আরব বেকারি, বিসিক, কাউনিয়া, বরিশাল এর মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দ্রুত সনদসমূহ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০২। মেসার্স টেস্ট ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, বিসিক, কাউনিয়া, বরিশাল এর মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ এর শর্ত মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করা হয়েছে।
০৩। মেসার্স ডেইলি প্লাস বেকারি, বিসিক, কাউনিয়া, বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত কেক ও ব্রেড পণ্যসমূহের অনুকূলে সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দ্রুত সনদসমূহ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০৪। মেসার্স লিজা বেকারি, বিসিক, কাউনিয়া, বরিশাল এর মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ এর শর্ত মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান।
০৫। মেসার্স সুগন্ধা ফ্লাওয়ার মিল, বিসিক, কাউনিয়া, বরিশাল এর মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ এর শর্ত মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান দেওয়া হয়।
৬।মেসার্স নিয়ামত ট্রেডার্স, পাংশা, বাবুগঞ্জ, বরিশাল এর ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়েছে।
৭।মেসার্স শরীফ ট্রেডার্স, পাংশা, বাবুগঞ্জ, বরিশাল এর ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক ( মেট), জনাব অমলেন্দু বাড়ৈ, সহকারী পরিচালক (রসায়ন), জনাব মো: শরিফুল ইসলাম, সহকারী পরিচালক ( পদার্থ), জনাব মোঃ রিয়াজুল ইসলাম পরীক্ষক (পদার্থ)দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস