**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ২৮-০৪-২০২৪ খ্রি. তারিখে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। নিউ দধি ঘর, মল্লিক রোড়, সদর বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টড মিল্ক ( মিষ্টি দই) পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দ্রুত সনদসমূহ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০২। আসওয়াদ ভ্যারাইটিজ স্টোর, এম এ জলিল সড়ক, সদর বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ঘি পণ্যের অনুকূলে সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দ্রুত সনদসমূহ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০৩। নবান্ন সুইটস এন্ড বেকারী, জেলা পরিষদ মার্কেট, নতুন বাজার, সদর বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ফার্মেন্টড মিল্ক( মিষ্টি দই) ও ঘি পণ্যসমূহের অনুকূলে সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দ্রুত সনদসমূহ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০৪। ফাহিম ট্রেডার্স , দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় দ্রুত ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০৫। মেলা সুপার শপ, হাতেম আলী চৌমাথা, সদর বরিশাল প্রতিষ্ঠানটির মোড়কজাতকৃত ডাল, চিনি পণ্যসমূহের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দ্রুত মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০৬। সিদ্দক মার্কেটিং, রূপাতলী, সদর বরিশাল প্রতিষ্ঠানটির মোড়কজাতকৃত সরিষার তেল পণ্যের সিএম সনদ না থাকায় দ্রুত সিএম সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক ( মেট), জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম), জনাব মোঃ মাকসুদুর রহমান, পরিদর্শক (মেট)দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস