বিএসটিআই, বরিশাল
সার্ভিলেন্স অভিযান (জ্বালানি তেলের ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ২৫.০৪.২০২৪ খ্রিঃ তারিখে ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার ০৬ টি ফিলিং স্টেশন এর ২১টি ডিস্পেন্সিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়া যায়।
পরিদর্শনকৃত পাম্পগুলোঃ
১। মেসার্স লাইলী ফিলিং স্টেশন, গাবখান সেতু রোড, ঝালকাঠি।
২। মেসার্স ইউশা ফিলিং স্টেশন, রাজাপুর, ঝালকাঠি।
৩। মেসার্স পিরোজপুর ফিলিং স্টেশন, সদর, পিরোজপুর ,।
৪। মেসার্স বলেশ্বর ফিলিং স্টেশন, সদর, পিরোজপুর ,।
৫। মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন, নাজিরপুর, পিরোজপুর ।
৬। মেসার্স মোহনা ফিলিং স্টেশন, নাজিরপুর, পিরোজপুর
উক্ত সার্ভিলেন্স অভিযানে বিপিসি কর্তৃক গঠিত কমিটি-৩ এর কর্মকর্তাবৃন্দ ও জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক (মেট্রোলজি),
বিএসটিআই, বরিশাল উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস