বিএসটিআই বিভাগীয় অফিস, বরিশাল
মোবাইল কোর্ট
(পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
মামলার সংখ্যা =০৩
জরিমানার পরিমাণ=২০,০০০/-
অদ্য ২৪-০৪-২০২৪ খ্রিঃ তারিখে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:
০১। মেসার্স খুলনা দধিঘর, ২২৯ পূর্ব বাজার, গলাচিপা, পটুয়াখালী প্রতিষ্ঠানটির উৎপাদিত দই (ফার্মেন্টেড মিল্ক) পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।
০২। মেসার্স নিউ নুপুর জুয়েলার্স, ৩৫৪ কর্মকার পট্টি, গলাচিপা, পটুয়াখালী প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।
০৩। রামনাবাদ এন্টারপ্রাইজ, ৬৩০ সদর রোড, গলাচিপা, পটুয়াখালী প্রতিষ্ঠানটির উৎপাদিত সরিষার তেল পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ১০,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব মোঃ নাছিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গলাচিপা, পটুয়াখালী এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে জনাব জনাব মোঃ শরীফুল ইসলাম, সহকারী পরিচালক (পদার্থ), বিএসটিআই, বরিশাল ও জনাব মোঃ শাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) বিএসটিআই, পটুয়াখালী দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস