o**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ২৩-০৯-২০২৪ খ্রি. তারিখে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। রূপাতলী ফিলিং স্টেশন, উকিলবাড়ী সড়ক, সদর বরিশাল প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেলের ০৫ ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়। প্রতিষ্ঠানটি হতে গুণগত মান পরীক্ষণের নিমিত্তে অকটেন, পেট্রোল ও ডিজেলের ০৩ ( তিনটি) নমুনা সংগ্রহ করা হয়।
০২। মেসার্স রাব্বি ফিলিং এন্ড সার্ভিস স্টেশন, গণপাড়া, কাশিপুর, সদর বরিশাল প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেলের ০৬ ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়। প্রতিষ্ঠানটি হতে গুণগত মান পরীক্ষণের নিমিত্তে অকটেন, পেট্রোল ও ডিজেলের ০৩ ( তিনটি) নমুনা সংগ্রহ করা হয়।
০৩। ইছাকাঠি ফিলিং স্টেশন, ইছাকাঠি, সদর বরিশাল প্রতিষ্ঠানটি হতে গুণগত মান পরীক্ষণের নিমিত্তে অকটেন, পেট্রোল ও ডিজেলের ০৩ ( তিনটি) নমুনা সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেলের ০৫ টি ইউনিট যাচাই করা হয়। ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপ করে ৮০০ মি. লি. কম পাওয়া যায়। সাথে সাথে মো. কামরুজ্জামান, সহকারী পরিচালক ( মেট্রোলজি) ও অফিস প্রধান (অ.দা.) বিষয়টি জেলা প্রশাসন, বরিশাল কে অবহিত করেন। জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিট্রেট জনাব মো: লুৎফর রহমান পাম্পটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০,০০০/- টাকা মাত্র অর্থদন্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এরকম কর্মকান্ড হতে বিরত থাকার নির্দেশ প্রদান করেন। জনাব মোঃ মাকসুদুর রহমান, পরিদর্শক ( মেট্রোলজি) উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসাবে অংশগ্রহণ করেন।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব জিয়াউল হক, সহকারী পরিচালক ( সিএম), জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব মো: মাকসুদুর রহমান , পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস