**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ২২-০৯-২০২৪ খ্রি. তারিখে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। আল মদিনা বেকারি, নৈকাঠি, রাজাপুর, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট ও কেক পণ্যের সিএম ও মোড়কজাত সনদ নবায়নের পরামর্শ প্রদান করা হয় ।
০২। মক্কা মদিনা বেকারি, নৈকাঠি, রাজাপুর, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট পণ্যের সিএম ও মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০৩। মায়ের দোয়া বেকারি, সাতঘর, সাতুরিয়া, রাজাপুর, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট পণ্যের সিএম ও মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০৪। বন্ধু স্পেশাল বেকারি, দক্ষিণ রাজাপুর, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট পণ্যের সিএম ও মোড়কজাত সনদ নবায়নের পরামর্শ প্রদান করা হয়।
০৫। জননী বেকারি, আলগী, রাজাপুর, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট পণ্যের সিএম ও মোড়কজাত সনদ নবায়নের পরামর্শ প্রদান করা হয়।
০৬। টারগেট বেকারি, আলগী, রাজাপুর, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট পণ্যের সিএম সনদ নবায়ন ও মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০৭। সীমা স্টিল, বাইপাস মোড়, রাজাপুর, ঝালকাঠি প্রতিষ্ঠানের ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০৮। নিউ কেক গার্ডেন এন্ড বেকারি, বাইপাস মোড়, রাজাপুর, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট ও কেক পণ্যের সিএম ও মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০৯। রাজাপুর বাজার সমিতির সাথে আলোচনা করে আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব মো: আক্তারুজ্জামান জনি, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই, বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস