**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ১৭-০৯-২০২৪ খ্রি. তারিখে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। বিডি পেইন্টস, বিসিক, বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ওয়াটার সীলার পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
০২। পুষ্টি সেলস সেন্টার, বিসিক, বরিশাল এর পণ্য বাংলা (সুপার গোল্ড) টয়লেট টিস্যুর সিএম ও মোড়কজাত সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয়।
০৩। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, কলেজ রোড, বরিশাল এর বিভিন্ন ওজনযন্ত্রের ভেরিফিকেশন ও ক্যালিব্রেশন সনদ গ্রহনের পরামর্শ দেওয়া হয়।
০৪। ইসরাইল তালুকদার ফিলিং স্টেশন, নথুল্লাবাদ, বরিশাল এর চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব জিয়াউল হক, সহকারী পরিচালক ( সিএম), জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব মো: মাকসুদুর রহমান , পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস