Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১৫-০৫-২০২৪ খ্রি. তারিখে ভোলা জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিস্তারিত

বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল 

                মোবাইল কোর্ট

(পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত) 

মামলার সংখ্যা =০১

 জরিমানার পরিমাণ=১০,০০০/-

অদ্য ১৫-০৫-২০২৪ খ্রি. তারিখে    ভোলা  জেলার সদর  উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:

০১। মারওয়া বাজার, সদর রোড,  ভোলা প্রতিষ্ঠানটি কে  বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রীম, ব্রান্ড: Chandni, Goree & Due  বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন,২০১৮ অনুযায়ী ১০,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয় এবং ০৯ প্যাকেট ক্রীম জব্দ করা হয়।

জনাব রহমত উল্যাহ , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় ভোলা উক্ত  মোবাইল কোর্টে নেতৃত্বে প্রদান করেন।

 প্রসিকিউটর হিসাবে বিএসটিআই বিভাগীয় অফিস বরিশালের কর্মকর্তা জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক ( মেট্রোলজি) ও জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম)  দায়িত্ব পালন করেন। 

জনস্বার্থে বিএসটিআই বরিশালের এ রকম কার্যক্রম অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
15/05/2024
আর্কাইভ তারিখ
30/06/2024