Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১৪-০৫-২০২৪ খ্রি. তারিখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিস্তারিত

বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল 

                মোবাইল কোর্ট

(পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত) 

মামলার সংখ্যা =০১

 জরিমানার পরিমাণ=৩,০০০/-

অদ্য ১৪-০৫-২০২৪ খ্রি. তারিখে   বরিশাল  জেলার আগৈলঝাড়া  উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:

০১। মোল্লা ফুড প্রোডাক্টস, পূর্ব সৃজনকাঠী, আগৈলঝাড়া,  বরিশাল  প্রতিষ্ঠানটির উৎপাদিত  চাটনি ও লজেন্স পণ্যসমূহের অনুকূলে বিএসটিআইয়ের  মোড়কজাত নিবন্ধন সনদ  না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ অনুযায়ী ৩,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়। 

জনাব উম্মে ইমামা বানিন , সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আগৈলঝাড়া, বরিশাল উক্ত  মোবাইল কোর্টে নেতৃত্বে প্রদান করেন।

 প্রসিকিউটর হিসাবে বিএসটিআই বিভাগীয় অফিস বরিশালের কর্মকর্তা জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব আব্দুল্লাহ আল নাহিদ , পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/05/2024
আর্কাইভ তারিখ
30/06/2024