বিএসটিআই বিভাগীয় অফিস, বরিশাল
মোবাইল কোর্ট
(পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
মামলার সংখ্যা =০২
জরিমানার পরিমাণ=৪৫,০০০/-
অদ্য ১২-০৫-২০২৪ খ্রি. তারিখে পটুয়াখালী জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:
১। মেসার্স পায়রা ওয়েলস লিমিটেড, করমজাতলা, বল্লভপুর, পটুয়াখালী এর ডিজেল,অকটেন ও পেট্রোল ডিসপেনসিং ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায় এবং ভেরিফিকেশন সনদ ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ যাচাইকালে ১ টি পেট্রোল, ১ টি ডিজেল ও ১ টি অকটেন ট্যাংকের হালনাগাদ সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়
২। এস এস ফিলিং স্টেশন শিয়ালী, বদরপুর, পটুয়াখালী এর ডিজেল,অকটেন ও পেট্রোল ডিসপেনসিং ইউনিট পরিমাপে সঠিক পাওয়া যায় এবং ভেরিফিকেশন সনদ ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ যাচাইকালে ১ টি পেট্রোল, ১ টি ডিজেল ও ১ টি অকটেন ট্যাংকের হালনাগাদ সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়
জনাব ওমর ফারুক ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী মোবাইল কোর্টে নেতৃত্বে প্রদান করেন।
প্রসিকিউটর হিসাবে জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক ( মেট্রোলজি), বিএসটিআই, বরিশাল ও জনাব মো: সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার ( সিএম), বিএসটিআই, পটুয়াখালী দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস