**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ০৯-০৬-২০২৪ খ্রি. তারিখে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। বি বাড়ীয়া বেকারি, মীরাপাড়া, কাউনিয়া, বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট ও কেক প্লেইন পণ্যের অনুকূলে ইস্যুকৃত সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দ্রুত সনদসমূহ নবায়নের পরামর্শ দেওয়া হয়।
০২। বাংলাদেশ অয়েল মিল, হাটখোলা,সদর বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত সরিষার তেল পণ্যের অনুকূলে সিএম ফি বাবদ ধার্যকৃত বিল বকেয়া থাকায় দ্রুত বিল পরিশোধের তাগিদ দেওয়া হয়।
০৩। আপন ফুড প্রোডাক্ট, সাগরদী, সদর, বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ব্রেড ও বিস্কুট পণ্যসমূহের অনুকূলে ইস্যুকৃত সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দ্রুত সনদসমূহ নবায়নের পরামর্শ দেওয়া হয়।
০৪। ওয়াসিম বেকারি, সাগরদী, সদর বরিশাল প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট পণ্যের অনুকূলে ইস্যুকৃত সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দ্রুত সনদসমূহ নবায়নের পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক ( মেট), জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম), জনাব মো: মাকসুদুর রহমান, পরিদর্শক (মেট)দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস