**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ০৪ -০৭-২০২৪ খ্রি. তারিখে ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। মেসার্স ইজাজ এন্টারপ্রাইজ, কলেজ মোড়, ঝালকাঠি এর ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০২। মেসার্স ইহসান এন্টারপ্রাইজ, কলেজমোড়, ঝালকাঠি প্রতিষ্ঠানের ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয় ।
০৩।মেসার্স রিতু ট্রেডার্স, কলেজমোড়, ঝালকাঠি প্রতিষ্ঠানের ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০৪। মেসার্স সততা বেকারি, স্টেশন রোড, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত পাউরুটি পণ্যের মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০৫। মেসার্স নেছারিয়া বেকারি, স্টেশন রোড, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট পণ্যের সিএম ও মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয় ।
০৬। মেসার্স ওয়াসি বেকারী এন্ড কনফেকশনারি ফাষ্টফুড, কুমারপট্টি, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের সিএম ও মোড়কজাত সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
০৭। মেসার্স মাদারীপুর দধিঘর, কালিবাড়ি রোড, ঝালকাঠি প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে বন্ধ পাওয়া যায়।
০৮। মেসার্স লোকনাথ দধিঘর, সাধনার মোড়, ঝালকাঠি প্রতিষ্ঠানের উৎপাদিত দধি ও ঘি পণ্যের সিএম ও মোড়কজাত সনদ নবায়নের পরামর্শ প্রদান করা হয়।
০৯। মেসার্স আরিফ স্টোর, বড়বাজার, ঝালকাঠি প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষাগারে পরিক্ষণের জন্য খোলাবাজার সার্ভিল্যান্সের মাধ্যমে সয়াবিল তেল ও আয়োডিনযুক্ত লবণের নমুনা সংগ্রহ করা হয়।
১০। বড় বাজার, ঝালকাঠি এর বিভিন্ন মাছ, মাংসের দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র পরীক্ষা করে সঠিক পাওয়া যায় এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের জন্য বাজার মালিক সমিতির সাথে আলোচনা করে সবাইকে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহনের তাগিদ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব মোঃ আক্তারুজ্জামান জনি, ফিল্ড অফিসার (সিএম) ও আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস