**** *বিএসটিআই বরিশাল * ****
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
অদ্য ০৩-০৯-২০২৪ খ্রি. তারিখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১। আগৈলঝাড়া ফিলিং স্টেশন, আগৈলঝাড়া বাইপাস, বরিশাল এর ০৫(সাত) টি ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে ০১ টি পেট্রোল ইউনিটে ১০ লিটার স্ট্যান্ডার্ড লিটার মেজার্স দ্বারা পরিমাপ করে ২০০ মি: লি: পরিমাপ কম পাওয়া যাওয়ায় তেল বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। পরিমাপ সঠিক করে ভেরিফিকেশন সনদ গ্রহণ করে কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়।
২। মোহায়মেন বেকারী, চাত্রিশিরা, পয়সারহাট, আগৈলঝাড়া, বরিশাল প্রতিষ্ঠানটিকে ব্রেড পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।
৩। মায়ের দোয়া বেকারী, কালুরপাড়, আগৈলঝাড়া, বরিশাল এর উৎপাদিত বিস্কুট পণ্যের সিএম সনদের জন্য নমুনা সীলকরণ ও মোড়কজাত সনদের জন্য আকার পরীক্ষণ করা হয়েছে।
৪। পদ্মা ফিড মিলস, মগড়া, আগৈলঝাড়া, বরিশাল এর উৎপাদিত ফিশ ফিড পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।
৫। রাসেল অটো রাইস মিল, পয়সারহাট, আগৈলঝাড়া, বরিশাল এর ব্যবহৃত ওজনযন্ত্র ভেরিফিকেশন এর জন্য পরামর্শ দেওয়া হয়েছে
৬। শান্তিরঞ্জন মিষ্টান্ন ভান্ডার, সদর রোড, আগৈলঝাড়া, বরিশাল এর উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজনযন্ত্র ভেরিফিকেশন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
৭। মডার্ন বেকারী, গৈলা বাজার, আগৈলঝাড়া, বরিশাল এর বিস্কুট পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।
৮। ঘোষ মিষ্টান্ন ভান্ডার, গৈলা বাজার, আগৈলঝাড়া, বরিশাল এর উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির ব্যবহৃত ওজনযন্ত্র ভেরিফিকেশন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
৯। শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডার, গৈলা বাজার, আগৈলঝাড়া, বরিশাল এর ব্যবহৃত ওজনযন্ত্র ভেরিফিকেশন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
১০। গৈলা বাজার জুয়েলারি সমিতি এর সাথে কথা বলে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে সমিতির আওতাধীন সকল জুয়েলারির ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক ( মেট্রোলজি), জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে বিএসটিআই বরিশালের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস