বিএসটিআই বিভাগীয় অফিস বরিশাল
মোবাইল কোর্ট
(পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
মামলার সংখ্যা =০২
জরিমানার পরিমাণ=১১,০০০/-
অদ্য ০১-০৭-২০২৪ খ্রি. তারিখে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:
০১। তন্বী স্টোর্স, পোর্ট রোড, সদর বরিশাল প্রতিষ্ঠানটির বাজারজাতকৃত চিপস,চানাচুর ও আচার পণ্যসমূহের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ''ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮'' অনুযায়ী ১০,০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।
০২। সিকদার স্টোর, পোর্ট রোড, সদর বরিশাল প্রতিষ্ঠানটির বাজারজাতকৃত হলুদের গুড়া ও মরিচের গুড়া পণ্যসমূহের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ''ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮'' অনুযায়ী ১, ০০০/- টাকা মাত্র জরিমানা করা হয়।
জনাব মোহাম্মদ লুতফর রহমান , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল মোবাইল কোর্টে নেতৃত্বে প্রদান করেন। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই বিভাগীয় অফিস বরিশালের কর্মকর্তা জনাব মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার ( সিএম), জনাব মো: মাকসুদুর রহমান, পরিদর্শক ( মেট্রোলজি) ও জনাব দাইয়ান এছহাক শরীফ, পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস