প্রেস বিজ্ঞপ্তি অদ্য ২২. ০৩.২০২১ খ্রি. তারিখ জেলা প্রশাসন, বরিশাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা এবং বিএসটিআই, বরিশাল এর যৌথ উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস এম রাহাতুল ইসলাম এর নেতৃত্বে মহানগরীর ইসলপাড়া, সাগরদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট মেসার্স ফুডি ফুড প্রোডাক্টকে আমদানিকারকের সীল ব্যবহার ব্যতীত বিদেশি পণ্যের মোড়ক ও পণ্য নকল করে বিএসটিআই এর অনুমোদন গ্রহণ ছাড়াই মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা ৩০ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩০ ধারায় ১৫ হাজার টাকা এবং ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪১ ধারায় ১৫ হাজার করে দুটো আইনে প্রতিষ্ঠানটিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই বিভাগীয় অফিস, বরিশালের পক্ষ থেকে অংশগ্রহণ করেন জনাব নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌঃ মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার( সিএম) ও মোঃ মহসীন রব্বানী, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে বিএসটিআই, বরিশাল এর এই অভিযান অব্যাহত থাকবে ।
ছবি
ফাইল
প্রকাশনের তারিখ
২০২১-০৩-২২
আর্কাইভ তারিখ
২০২১-০৪-২১